পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jafarpur Murder: জামাইকে সঙ্গে নিয়ে বাবাকে খুন করল মেয়ে - সম্পত্তির লোভে শ্বশুরকে পিটিয়ে মারার অভিযোগ জামাই ও মেয়ের বিরুদ্ধে

By

Published : Jul 20, 2022, 9:26 PM IST

সম্পত্তির লোভে শ্বশুরকে পিটিয়ে মারার অভিযোগ জামাই ও মেয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর 24 পরগনার জাফরপুর চালবাজারের বাসিন্দা শেখ আজগার আলি বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন সেই সময় তাঁর মেয়ে সারিনা বিবি ও জামাই শাহিদ আলি আজগারবাবুকে ইট ও রড দিয়ে মারতে শুরু করে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আজগার আলির (Father Murder by Daughter and Son in Law) ৷ তাঁর পরিবারের লোকের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তির কারণে মেয়ে ও জামাই ঝামেলা করত ৷ আজগার আলি যে বাড়িটিতে রয়েছে সেই বাড়িটি তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিত ৷ আর তা না দেওয়ায় বুধবার শ্বশুরকে পিটিয়ে মারল জামাই।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details