পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পরিবারের সদস্যদের করোনা , আত্মঘাতী বৃদ্ধের মৃতদেহ পড়ে রইল বাড়িতেই - পলান বিশ্বাস

By

Published : May 10, 2021, 12:13 PM IST

পরিবারের পাঁচজন সদস্যের মধ্যে চারজন করোনা পজিটিভ ৷ এই পরিস্থিতিতে তীব্র আর্থিক অনটনের জেরে অবসাদে রবিবার আত্মঘাতী হলেন বাড়ির কর্তা পলান বিশ্বাস (68) । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হবিবপুর পোলতা জয়নগর গ্রামে । পেশায় কৃষক ছিলেন তিনি । পরিবারের চারজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়ে গোটা পরিবার । সেই কারণেই আর্থিক অনটন দেখা দেয় সংসারে ৷ যার জেরেই আত্মঘাতী হয়েছেন পলানবাবু, এমনটাই দাবি প্রতিবেশীদের । রবিবার প্রায় ছ'ঘণ্টা ধরে মৃতদেহ বাড়িতে পড়ে থাকলেও তা সৎকারের জন্য কেউ এগিয়ে আসেননি ৷ স্থানীয় প্রশাসনকে বারবার ফোন করলেও তাদের থেকে সদুত্তর মেলেনি ।

ABOUT THE AUTHOR

...view details