প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার রামপুরহাটে - birbhum
প্রচুর পরিমাণে অবৈধ জিলেটিন স্টিক ও ডিটোনেটর বাজেয়াপ্ত করল পুলিশ । ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার রদিপুর গ্রামের । গতকাল দুপুরে রদিপুর গ্রামের ক্যানেলের ধারে একটি পরিত্যক্ত ফার্ম থেকে রামপুরহাট থানার পুলিশ অবৈধ জিলেটিন স্টিক ও ডিটোনেটরগুলি বাজেয়াপ্ত করে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, জিলেটিন স্টিক ও ডিটোনেটরগুলি এলাকায় পাথর খাদানে পাথর ফাটানোর কাজে ব্যবহার করা হয় ।