পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Rabindra Nath Ghosh: আয়ের চেয়ে ব্যয় বেশি, কারণ খুঁজতে বাসস্ট্যান্ডে হাজির পৌরসভার চেয়ারম্যান - রবীন্দ্রনাথ ঘোষ

By

Published : Aug 9, 2022, 1:11 PM IST

কোচবিহার পৌরসভা পরিচালিত বাসস্ট্যান্ড থেকে প্রতিমাসে ঘাটতি দেড় লক্ষ টাকা (Rabindra Nath Ghosh Appeared at Bus Stand)। কেন এই ঘাটতি তা খতিয়ে দেখতে বাসস্ট্যান্ডে হাজির পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । সোমবার দুপুরে তিনি পৌরসভার কাউন্সিলর ও আধিকারিকদের নিয়ে এই বাসস্ট্যান্ডে যান । সেখানে বেসরকারি বাসস্ট্যান্ডের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি কর্মীদের সঙ্গে কথা বলেন । জানা গিয়েছে, পৌরসভা পরিচালিত এই বাসস্ট্যান্ড থেকে কোচবিহার জেলার পাশাপাশি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অসম, মেঘালয় ও অরুণাচলের বাস ছাড়ে । প্রতিদিন হাজার হাজার যাত্রী এই বাসস্ট্যান্ডে ওঠানামা করেন । এই বাসস্ট্যান্ডে লক্ষাধিক টাকা আয় হলেও ব্যয় আড়াই লক্ষ টাকা । আয়ের চেয়ে ব্যয় বেশি । কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আয়ের চেয়ে ব্যয় বেশি । কেন এমনটা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি পরিকাঠামোগত কিছু সংস্কার করা দরকার । সেগুলো এ দিন খতিয়ে দেখা হল ।"

ABOUT THE AUTHOR

...view details