Interview of Pavel: কেন 'চেগু'র পরিচালনা করলেন না 'রসগোল্লা'র পরিচালক পাভেল ?
বাবার নাম 'গান্ধিজি', 'রসগোল্লা', 'অসুর'-এর পরিচালক পাভেলের 'কলকাতা চলন্তিকা' মুক্তি পেতে চলেছে 26 অগস্ট। সেই পাভেলই বেশ কয়েকবছর আগে লিখেছিলেন 'চেগু'। সেই গল্প নিয়েই তৈরি হল বাংলা এবং হিন্দির মিশেলে তৈরি ছবি 'চেগু' । দীর্ঘদিনের অপেক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে এর স্ট্রিমিং। এই ছবির হাত ধরেই প্ৰথমবার বাংলা ছবিতে অভিনয় করলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা বিনয় পাঠক । ছবির গল্প ও সৃজনশীল পরিচালনা পাভেলের । কিন্তু কেন এই ছবির পরিচালনা করলেন না তিনি ? সাফ জানালেন ইটিভি ভারতকে (Interview of Director Pavel) ।