Babul Supriyo Exclusive: নতুন গান থেকে রাজনীতি, ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে মনের জানালা খুলে দিলেন বাবুল - Exclusive interview of Babul Supriyo
বাবুল সুপ্রিয়র কণ্ঠে নতুন হিন্দি গান 'সওদেবাজিয়াঁ' হাজির হয়েছে সম্প্রতি। এই অরিজিনাল গানে বালিগঞ্জের বিধায়কের সঙ্গে গলা মিলিয়েছেন প্রকৃতি কক্কর। প্রীতম এবং জ্যাম এইট-এর অনবদ্য মিউজিক সিরিজ 'রোপোসো জামরুম' মিউজিক সিরিজের পঞ্জাবি ও হিন্দি ভাষার সংমিশ্রণে তৈরি এই গান নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে সুরেলা আড্ডা দিলেন বাবুল সুপ্রিয় (Exclusive interview of Babul Supriyo)। আড্ডায় বাদ পড়ল না রাজনৈতিক আঙিনাও।