দিলীপ ঘোষ ডাস্টার দিয়ে চেষ্টা করলেও বাংলা থেকে মমতা বন্দোপাধ্যায়ের নাম মুছবে না : ফিরহাদ - চায়ে পে চর্চা
‘‘দিলীপ ঘোষরা যতই চেষ্টা করুন, মানুষের হৃদয় থেকে মমতা বন্দোপাধ্যায়ের নাম মুছবে না ।’’ আজ শিলিগুড়িতে এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম । একই সঙ্গে রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই পদ অলংকৃত করার মতো ব্যক্তি উনি কি না তা জানি না । বলতে চাই ভগবান ওঁকে ক্ষমা করুন । কী বলছেন তা উনি নিজেও জানেন না ।’’ তিনি আরও বলেন, "চায়ে পে চর্চা আসলে BJP-র খরচা । দিলীপ ঘোষ কাকে কী সম্বোধন করছেন তা তাঁর রুচি ও সংস্কৃতির বিষয় । আমার নয় । একই সঙ্গে তিনি বলেন, ‘‘এই লড়াই নীতির লড়াই । ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয় ।’’