পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Debabrata Biswas AIFB : বিপ্লবের যোগ্যতা নেই, ত্রিপুরায় গোটা সরকারের পদত্যাগ করা উচিত : দেবব্রত বিশ্বাস - Debabrata Biswas

By

Published : May 15, 2022, 9:10 AM IST

সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী কিষান সভার দশম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হল বীরভূমের রামপুরহাটে । 14 ও 15 মে দু'দিন ধরে চলবে এই সম্মেলন । এই উপলক্ষে শনিবার রামপুরহাট পৌরসভার মাঠে একটি জনসভার আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস (Debabrata Biswas Forward Bloc), ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়-সহ দলের রাজ্য ও বিভিন্ন জেলার নেতৃত্ব । সভাশেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ প্রসঙ্গে দেবব্রত বিশ্বাস বলেন, "ওদের মধ্যে খুব গোলমাল চলছিল । ট্রাইবালদের মধ্যে যে কমিটমেন্ট করেছিল তার কোনওটাই রক্ষা করেননি মুখ্যমন্ত্রী । বিজেপি যাকে মুখ্যমন্ত্রী করেছিল তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতা নেই । না আছে কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, না আছে কোন প্রশাসনিক ব্যাকগ্রাউন্ড । গোটা ত্রিপুরায় বিশৃঙ্খলা চলছিল । এখন গোটা গভর্মেন্টের পদত্যাগ করা উচিত এবং তার জন্য় নতুন করে জনগণের রায় নেওয়া দরকার (entire tripura govt should resign says aifb general secretary debabrata biswas)।"

ABOUT THE AUTHOR

...view details