পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Malda Dengue: ডেঙ্গি নিয়ন্ত্রণে শহরজুড়ে আড়াই লক্ষ গাপ্পি মাছ ছাড়ল ইংরেজবাজার পৌরসভা - English Bazar Municipality takes initiatives to prevent dengue outbreak

By

Published : Jul 27, 2022, 1:02 PM IST

চলতি বছরে মালদা জেলা জুড়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় 150 জন । এই পরিস্থিতিতে ডেঙ্গির প্রাদুর্ভাব রুখতে এগিয়ে এল ইংরেজবাজার পৌরসভা (English Bazar Municipality takes initiatives to prevent dengue outbreak)। ডেঙ্গি বিজয় অভিযানকে সামনে রেখে পৌরসভা এলাকায় গাপ্পি মাছ ছাড়ার কাজ শুরু করল পৌর কর্তৃপক্ষ । বুধবার সকালে এই প্রকল্পের সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী । মালদা শহরের 17 নম্বর ওয়ার্ডে পেডি রেশম কাটাই প্রশিক্ষণ কেন্দ্রে 2 হাজার 400 মাছ ছেড়ে এই প্রকল্পের সূচনা করা হয় । পৌর এলাকায় 30টি পয়েন্টে প্রায় 2 লক্ষ 50 হাজার গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু জানান, আজ স্বাস্থ্য দফতর ও পৌরসভা এক হয়ে গাপ্পি মাছ ছাড়ার সূচনা করা হল । আগামী তিনদিন শহরের বেশ কিছু পয়েন্টে গাপ্পি মাছ ছাড়া হবে । সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মৈত্র জানান, এই গাপ্পি মাছ ছাড়ার ফলে বিভিন্ন বদ্ধ জলাভূমিতে মশার লার্ভা থাকবে না । এবছর এখনও পর্যন্ত জেলা জুড়ে 154টি ডেঙ্গি আক্রান্তের ঘটনা সামনে এসেছে । তবে এবছর আমাদের ডেঙ্গি চিহ্নিতকরণের হার অনেকটা বেশি । পাশাপাশি এবছর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর ঘটনা নেই ।

For All Latest Updates

TAGGED:

Malda Dengue

ABOUT THE AUTHOR

...view details