Ena And Shieladitya on Chinebadam Controversy: 'চিনেবাদাম'-এর প্রচার থেকে সরে গেলেন যশ দাশগুপ্ত, কী বলছেন প্রযোজক-পরিচালক? - Ena And Shieladitya on Chinebadam Controversy
10 জুন মুক্তি পেতে চলেছে শিলাদিত্য মৌলিক পরিচালিত বাংলা ছবি 'চিনেবাদাম'। মুক্তির আগেই প্রযোজনা সংস্থা এবং পরিচালকের সঙ্গে বেশ কিছু কারণে সমস্যা সৃষ্টি হয় ছবির নায়ক যশ দাশগুপ্তর । টুইট করে তিনি জানান, ক্রিয়েটিভ নিয়ে মতানৈক্যের জেরেই ছবির আগামী সব প্রচার কর্মসূচি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি । অভিনেতার বক্তব্য ঘিরে শুরু হয় জল্পনা । গোটা বিষয়টিতে তাঁদের পক্ষটি তুলে ধরার জন্য একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ছবির নায়িকা তথা প্রযোজক এনা সাহা এবং পরিচালক শিলাদিত্য মৌলিক ৷ দেখে নিন কী বললেন তাঁরা (Ena And Shieladitya Share Their Thoughts on Chinebadam Controversy)?