Elephants at Bhoorer Alo Tourist Centre : ভোরের আলো পর্যটন কেন্দ্রে হাতির দল - ভোরের আলো পর্যটন কেন্দ্রে হাতির দল
গজলডোবার ভোরের আলো পর্যটন কেন্দ্রে হাতির দল(Elephant herd At Bhoorer Alo Tourist Centre) ৷ বৃহস্পতিবার সকালে হাতির দলকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পর্যটন কেন্দ্রে। জানা গিয়েছে, বুধবার মাঝরাতে 30 থেকে 35টি হাতি বৈকুন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে তিস্তা নদী পার করে গজলডোবার 13 নং গেটের নদীর চরে গিয়ে দাঁড়ায়। সকালে হাতির দল দেখতে পান স্থানীয়রা। তবে হাতির দল দেখে পর্যটকরা খুশি হলেও আতঙ্কে রয়েছে গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা। হাতির দলের উপর নজরদারি রাখার পাশাপাশি স্থানীয়রা যাতে কোনওভাবে হাতির দলকে উত্যক্ত না-করে সেদিকে নজর রাখা হয়েছে।