পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Elephant in Mirik: লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ - শুক্রবার সকালে দার্জিলিংয়ের মিরিকের কাছে দুধিয়াতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল ঢুকে পড়ে

By

Published : Jul 1, 2022, 5:04 PM IST

ভোরবেলায় লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ। শুক্রবার সকালে দার্জিলিংয়ের মিরিকের কাছে দুধিয়াতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল ঢুকে পড়ে (Elephant Enter Mirik in Darjeeling)৷ সক্কাল-সক্কাল রাগে ফুঁসতে-ফুঁসতে কোথায় চলেছে গজরাজ ? হয়তো সে বেরিয়েছে প্রাতঃভ্রমণে ৷ আর হাতির এই দাপাদাপিতে ভয়ে কুপোকাত এলাকাবাসী ৷ সে রেগে গিয়ে একটি ঘরও ভেঙে দিয়েছে এমনটাই বন দফতর সূত্রে জানা গিয়েছে। তবে কিছুক্ষণ লোকালয়ে ঘোরাঘুরির পর ফের জঙ্গলে ফিরে যেতে পেরেছে গজরাজ। হাতির এই আগমনে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পানিঘাটা রেঞ্জের বিন বিভাগের কর্মীরা।

ABOUT THE AUTHOR

...view details