Elephant Calf Death Update : অবশেষে আশা ছাড়ল মা হাতি, অনন্য এক মাতৃস্নেহের নজির দেখল ডুয়ার্স - বনকর্মীরা এগিয়ে যায় মৃত হস্তি শাবককে উদ্ধার করতে
তিনদিন পেরিয়ে গেলেও কিছুতেই মৃত সন্তানকে ছেড়ে সরছিল না মা হাতি। গত 27 মে সকাল থেকে মৃত শাবককে শুঁড়ে নিয়ে এক বাগান থেকে আরেক বাগান, কিলোমিটারের পর কিলোমিটার ঘোরার পর অবশেষে সোমবার সকালে শাবককে ছেড়ে সরে দাঁড়াল মা হাতি ও তার দল (Elephant Calf Death Update) । এরপরই বনকর্মীরা এগিয়ে যায় মৃত হস্তি শাবককে উদ্ধার করতে। উদ্ধার করে মৃত শাবকটিকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। টানা আড়াই দিন ধরে ডায়না পার্শ্ববর্তী রেড ব্যাঙ্ক চা বাগানের ঝোপের মধ্যে দাঁড়িয়ে ছিল ওই হাতির দলটি। গতকাল রাত পর্যন্ত বনদফতরের ড্রোন ক্যামেরায় শেষ মা হাতি-সহ চারটি হাতিকে মৃত শাবকের আশেপাশে ঘুরতে দেখা গিয়েছিল।