Eid Namaz in Asansol : বৃষ্টিভেজা সকালে ঈদের নমাজ পাঠ আসানসোলে - Eid Namaz in Asansol
মঙ্গলবার ভোর থেকেই অনবরত বৃষ্টি । আর সেই বৃষ্টি মাথায় নিয়েই এ দিন সকালে আসানসোলে ঈদের নমাজে অংশ নিলেন কয়েক হাজার মানুষ ৷ আসানসোলের মুর্গাশোলে ইদগা স্কুলের সামনে জিটি রোডের উপরে সম্মিলিত নমাজের আয়োজন করা হয় (Eid Namaz in GT Road of Asansol Murgashol) ৷ সেখানে ইসলাম ধর্মের কয়েক হাজার মানুষ পবিত্র ঈদের নমাজে অংশ নেন ৷ বৃষ্টি হওয়ার জন্য এ দিন সকাল থেকে আবহাওয়া ঠান্ডা ছিল ৷ ফলে গরম ও তীব্র রোদের কষ্ট থেকে রেহাই পান নমাজ পাঠ করতে আসা লোকজন ৷ উৎসবের আমেজে আবহাওয়া তাই বাড়তি উৎসাহ যোগ করেছে ৷ এ দিন ঈদের নমাজ উপলক্ষে আসানসোলে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক ৷ তিনি সকল আসানসোলবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ৷