Khatra DYFI Agitation : 'চোর ধরো জেল ভরো', পার্থ-পরেশের গ্রেফতারির দাবিতে পথে ডিওয়াইএফআই - খাতড়া থানার সামনে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ
'চোর ধরো জেল ভরো' স্লোগানকে সামনে রেখে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর গ্রেফতারির দাবি জানিয়ে খাতড়া থানায় এফআইআর করল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই (Khatra DYFI)। রবিবার ওই সংগঠনের সদস্যরা খাতড়া থানার সামনে পৌঁছে এক বিক্ষোভ সভা করেন (DYFI Shows Agitation in front of Khatra Police Station)। পরে তাঁদের এক প্রতিনিধি দল থানায় ঢুকে এসএসসির দুর্নীতির ঘটনায় পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারী যুক্ত থাকার অভিযোগ তুলে তাঁদের গ্রেফতারির দাবি জানিয়ে এফআইআর করেন ।