পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Drainage Problem in Durgapur : আধঘণ্টার বৃষ্টিতে দুর্গাপুর পৌরনিগমের বহু বাড়িতে ঢুকল জল - দুর্গাপুর পৌরনিগম

By

Published : May 3, 2022, 12:34 PM IST

দুর্গাপুর পৌরনিগম এলাকায় নিকাশি ব্যবস্থা নিয়ে সরব হলেন 19নং ওয়ার্ডের বাসিন্দারা ৷ অভিযোগ মঙ্গলবার সকালে আধঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে দুর্গাপুর পৌরনিগমের 19নং ওয়ার্ডের রামকৃষ্ণপল্লি (Durgapur Corporation Area Submerged in Half an Hour of Rain) ৷ কোথাও কোথাও বাড়ির ভিতরে নিকাশি নালার নোংরা জল ঢুকে গিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে ভোটের আগে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে নাগরিকদের ৷ স্থানীয়দের দাবি, বর্ষার সময় ওই এলাকা আগেও জলমগ্ন হত ৷ কিন্তু, এ বার মাত্র 20 মিনিটের বৃষ্টিতে নিকাশি নালা উপচে উঠেছে ৷ এমনকি একাধিক বাড়িতে নোংরা জলও ঢুকেছে ৷ এ নিয়ে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা ৷

ABOUT THE AUTHOR

...view details