Durga Puja Procession: হুগলি জেলায় হেরিটেজ শোভাযাত্রায় জ্যান্ত দুর্গা
ইউনেসকোর হেরিটেজ (Cultural Heritage) তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলায় জেলায় (Durga Puja Procession)। বৃহস্পতিবার চুঁচুড়ায় সুবিশাল শোভাযাত্রায় পা মেলায় দুর্গাপুজো কমিটি থেকে বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব সংগঠন ৷ স্কুলের ছাত্রছাত্রী, সাংসদ, বিধায়ক ও হুগলি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারীকরাও ছিলেন শোভাযাত্রায় । জ্যান্ত দুর্গার দেখা মেলে সেখানে। দুর্গার দুই পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও মহিষাসুরকে দেখা যায়। দুর্গা রূপী সহেলী বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজো আন্তর্জাতিক সম্মান পেয়েছে এটা খুব ভালো লাগছে। এরকম বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে পেরে তিনি গর্বিত বোধ করছেন।