পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durga Puja Procession: হুগলি জেলায় হেরিটেজ শোভাযাত্রায় জ্যান্ত দুর্গা - ইউনেসকোর হেরিটেজ তকমা দুর্গাপুজো

By

Published : Sep 1, 2022, 11:05 PM IST

ইউনেসকোর হেরিটেজ (Cultural Heritage) তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলায় জেলায় (Durga Puja Procession)। বৃহস্পতিবার চুঁচুড়ায় সুবিশাল শোভাযাত্রায় পা মেলায় দুর্গাপুজো কমিটি থেকে বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব সংগঠন ৷ স্কুলের ছাত্রছাত্রী, সাংসদ, বিধায়ক ও হুগলি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারীকরাও ছিলেন শোভাযাত্রায় । জ্যান্ত দুর্গার দেখা মেলে সেখানে। দুর্গার দুই পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও মহিষাসুরকে দেখা যায়। দুর্গা রূপী সহেলী বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজো আন্তর্জাতিক সম্মান পেয়েছে এটা খুব ভালো লাগছে। এরকম বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে পেরে তিনি গর্বিত বোধ করছেন।

ABOUT THE AUTHOR

...view details