Durga Puja 2022: মালদা রামকৃষ্ণ মিশনের দেবী রূপে পূজিত হলেন 7 বছরের ধৈতৃতা গোস্বামী - Kumari Puja
মহাষ্টমীর সকাল থেকে বৃষ্টি ৷ তার জেরেই অচেনা ছবি মালদা রামকৃষ্ণ মিশনের কুমারী পুজোয় (Malda Ramkrishna Mission Kumari Puja in Mahashtami) ৷ থিকথিকে ভিড়ের বদলে কয়েকশো ভক্তের সমাগমে হল কুমারী পুজো ৷ কুমারী হিসেবে পূজিত হল বাচামারীর 7 বছরের ধৈতৃতা গোস্বামী ৷ ধৈতৃতা কেন্দ্রীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ৷ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ জানান, করোনার প্রথম বছরে দুর্গাপুজোর (Durga Puja 2022) সময় কুমারী পুজো করা যায়নি ৷ তবে, গতবছর কুমারী পুজো হয়েছিল ৷ আর এবারেও সম্পূর্ণ রীতি মেনে কুমারী পুজো হচ্ছে ৷ একটি মেয়েকে দেবী রূপে পুজো করা হয় ৷ শ্রীরামকৃষ্ণ, মা সারদাকে এই পুজো করেছিলেন ৷ বেলুড় মঠে যখন প্রথম দুর্গাপুজো হয়, সেই সময় স্বামী বিবেকানন্দ 9 জন মেয়েকে পুজো করেছিলেন ৷