Durga Puja 2022: দুর্গাপুরের আদ্যাশক্তি মন্দির ও সেবাশ্রম সংঘে কুমারী পুজো - দুর্গাপুরের আদ্যাশক্তি মন্দির
আজ মহানবমী ৷ আজও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও, বারোয়ারি পুজো থেকে বনেদি বাড়ি, সর্বত্র উপচে পড়া ভিড় ৷ দুর্গাপুরে আমরাই গ্রামের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপিঠের মন্দির ও সেবাশ্রম সংঘের দুর্গোৎসবে নবমী তিথিতে আয়োজিত হল কুমারী পুজো (Kumari Puja at Sebasharam Sangha in Durgapur on Maha Navami) ৷ এ দিনের কুমারী পুজোয় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী অমৃতদাস মহারাজ দেবীর আদেশে এই কুমারী পুজো শুরু করেছিলেন ৷ দীর্ঘ কয়েক বছর ধরেই নবমী তিথিতে এই কুমারী পুজো (Durga Puja 2022) হয় সেবাশ্রম সংঘে ৷