অজয়ের অস্থায়ী সেতুতে যাতায়াত বন্ধ, বিচ্ছিন্ন কাঁকসা-ইলামবাজার - POLICE STATION
ঘূর্ণিঝড় যশ পরিণত হয়েছে নিম্নচাপে। ঝাড়খণ্ডে শুরু হয়েছে বৃষ্টিপাত। যার জেরে বাড়ছে অজয় নদীতে জলের স্তর। কাঁকসার কৃষ্ণপুরে রয়েছে অজয় নদী। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের অন্যতম যোগাযোগ মাধ্যম এই অজয় নদীর অস্থায়ী ব্রিজ। অজয় নদীতে জলের স্তর বাড়ায় ভারী যান চলাচল বন্ধ করে দেয় কাঁকসা থানার পুলিশ এবং বীরভূমের ইলামবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই ব্রিজে কাঁকসা থানা পুলিশের এবং ট্রাফিকের নজরদারি রয়েছে। অন্যদিকে নজরদারি চালাচ্ছে পশ্চিম বর্ধমানের বিহার গ্রাম পঞ্চায়েত বলে জানিয়েছেন বিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ হাঁড়ি।