Cyclone Asani : পূর্বাভাস মিলিয়ে আজ সকালেই সংকেত দিল 'অশনি' - ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি , সকাল থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি' (Cyclone Asani) । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকেই অশনির সংকেত পাওয়া গেল বঙ্গে ৷ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখভার । সঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট ৷ পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টি ৷ কলকাতাতেও শুরু ঝমঝমিয়ে বৃষ্টি ৷ যদিও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গে অশনির প্রভাব সরাসরি না-পড়লেও সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ আগামিকাল বৃষ্টি আরও বাড়বে বলেই জানা গিয়েছে ৷ সাগরদ্বীপে ঘুরতে আসা সকল পর্যটক ও পুণ্যার্থীদের জন্য 'অশনি'র আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন । পাশাপাশি সাগর উপকূল থানার পক্ষ থেকে উপকূল তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করা হচ্ছে ।
Last Updated : May 9, 2022, 1:40 PM IST
TAGGED:
Cyclone Asani