পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Distribution of Hearing aids And Crutches : বিজেপি সাংসদের উদ্যোগে হুইলচেয়ার, ক্র্যাচ ও শ্রবণযন্ত্র বিতরণ - Distribution of hearing aids, crutches, and wheelchairs in nadia

By

Published : May 7, 2022, 9:35 PM IST

বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে প্রায় 1130 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে তুলে দেওয়া হল শ্রবণযন্ত্র, ক্র্যাচ, এবং হুইল চেয়ার । শনিবার নদিয়ার রানাঘাট চিল্ড্রেন পার্কে শিবিরের আয়োজন করা হয়েছিল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার-সহ বিধায়ক কল্যাণী অম্বিকা রায়, রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ও আরও বিশিষ্ট ব্যক্তিরা (Distribution of Hearing aids And Crutches)।

ABOUT THE AUTHOR

...view details