Dilip Slams State Govt রাজ্যে দুর্নীতি ইস্যুতে শাসকদলকে নিশানা দিলীপের - তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে একাধিক জায়গায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ
আসানসোল পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ডের বেনালিতে উপনির্বাচনের বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তীর সমর্থনে ভোট প্রচার বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। জামুরিয়া আখলপুর থেকে শুরু হয় ভোট প্রচার। হুড খোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচার করেন দিলীপ ঘোষ। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে একাধিক জায়গায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন প্রত্যেকদিনই সিবিআই ও ইডি অভিযান চালিয়ে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর কাছ থেকে সম্পত্তি উদ্ধার করছে (Dilip Slams TMC) । অনুব্রত মণ্ডলের মেয়ে পড়াশোনা না করেই চাকরি পেয়েছেন ৷ তিনি এদিন আরও বলেন তৃণমূল আগুন লাগিয়ে নথিপত্র পড়ানোর চেষ্টা করছে (Dilip Slams State Govt on Corruption Issue) ৷