পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dilip Ghosh on Padma award refusal: ছ্যাঁচড়ামির রাজনীতি চলছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্ম-প্রত্যাখ্যানে ফের রাজ্যকে তোপ দিলীপের

By

Published : Jan 28, 2022, 2:54 PM IST

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যান ইস্যুতে ফের রাজ্যকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams WB government once again on Padma award refusal by Sandhya Mukhopadhyay) ৷ নিউটাউন ইকোপার্কে শুক্রবার প্রাতঃভ্রমণকালে দিলীপ ঘোষ মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের ৷ সেখানে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য করেন ৷ তবে তাঁর পদ্মসম্মান প্রত্যাখ্যান ইস্যুতে দিলীপ বলেন, "আমার মনে হয় পদ্মসম্মান না-নেওয়ার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়ের উপর চাপটা তৃণমূলেরই ছিল ৷ বুদ্ধবাবুকে যেমন চাপ দিয়ে তাঁর পার্টি নিতে দেয়নি, তেমনই সন্ধ্যা মুখোপাধ্যায় কিছু বলার আগেই তাঁর মুখ বন্ধ করা হয়েছে ৷ ছ্যাঁচড়ামির রাজনীতি বাংলায় শুরু হয়েছে ৷ যা খুবই নিন্দনীয় ৷" পাশাপাশি কলকাতা কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বেতন বন্ধের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানান, আগামিদিনে কর্মচারীদের বেতন বন্ধ করে দেবে ওরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details