Dilip Ghosh: 'ডিসেম্বরে সরকার পড়ে যাবে', শুভেন্দুকে সমর্থন করে রাজ্য সরকারের সমালোচনায় দিলীপ - দিলীপ ফের একবার শাসকদলের বিরুদ্ধে আঙুল তোলেন
'13 সেপ্টেম্বর নবান্ন চলোর' সমর্থনে বুধবার রামপুরহাট শহরে পদযাত্রা করল বিজেপি। ওই পদযাত্রায় উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ জেলা নেতৃত্ব। রামপুরহাটের নিশ্চিন্তপুর থেকে ওই পদ যাত্রা শুরু হয়ে শহর পরিক্রমা করে পাঁচমাথা মোড়ে শেষ হয়। সেখানে একটি সভামঞ্চে বক্তব্য রাখেন বিজেপি নেতা, নেত্রীরা। সভা শেষে দিলীপ ঘোষ ফের একবার শাসকদলের বিরুদ্ধে আঙুল তোলেন (Dilip Ghosh Slams Mamata Banerjee's Govt) ৷ প্রসঙ্গত, কয়েক দিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ডিসেম্বরে তৃণমূলের সরকার ভেঙে যাবে। বুধবার রামপুরহাটে দিলীপ ঘোষের গলাতেও শোনা গেল একই সুর।