Dilip Ghosh: নিউটাউনে হাঁটতে এসে শিশিরকে দরাজ সার্টিফিকেট দিলীপের - Dilip Ghosh
শিশিরবাবু আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বলিষ্ঠ রাজনীতিবিদদের একজন ৷ রবিবার ইকোপার্কে প্রাত:ভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slam Bengal government) ৷ শনিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন এই মুহূর্তে যদি ভোট হয় বিজেপি 77টি কেন 7টি আসনও পাবে না ৷ এই প্রশ্নের জবাবে তিনি জানান,এটা ঠিকই ভোটে হার-জিত হয় ৷ কিন্তু ওঁরা প্রার্থী পাবে কি না আগে সেটা দেখুক ! যেভাবে কাউন্সিলর থেকে জেলা পরিষদের নেতারা ধরা পড়ছেন কোটি কোটি টাকা নিয়ে, তৃণমূলের টিকিট পয়সা দিয়ে দিলেও কেউ নেবে না ৷