পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP ভদ্রলোকের দল, অন্যের বাড়িতে উঁকিঝুঁকি মারে না : দিলীপ - তৃণমূল কংগ্রেস

By

Published : Nov 13, 2020, 10:58 PM IST

AIMIM আসন্ন বিধানসভা নির্বাচনে BJP-কে রুখতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে জোটের জন্য আহ্বান করেছে ৷ তা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ বিহারে পাঁচটি সিট পেয়ে এখন বাংলার সেকুলার দলগুলিকে চমকাচ্ছে তারা ৷’’ শুভেন্দু অধিকারীর সম্পর্কে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘পাশের বাড়িতে কী হচ্ছে আমরা তা নিয়ে আশপাশে উঁকিঝুঁকি মারি না ৷ আমাদের দল ভদ্রলোকের দল ৷ আমরা আমাদের পার্টি নিয়ে ব্যস্ত ৷’’

ABOUT THE AUTHOR

...view details