Dilip on WB State Government : ফের একবার রাজ্যের দিকে আঙুল তুললেন দিলীপ - ফের একবার রাজ্যের দিকে আঙুল তুললেন দিলীপ ঘোষ
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে এসে অর্জুন সিং জুট শিল্পের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা নিয়ে বলেন, "যদি সত্যি সত্যি মনে করেন জুটের উন্নতি হওয়া উচিত, জুটের সঙ্গে যুক্ত শিল্পপতি বা শ্রমিকদের স্বার্থ রক্ষা করা উচিত তাহলে কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসেননি তৃণমূলের লোকেরা ৷ কেন রাস্তায় নামেননি ।" অর্জুন সিংয়ের গত কিছুদিনের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর মতে, এর সমাধান করা উচিত ত্রিপাক্ষিক বৈঠকে (Dilip on WB State Government) । এছাড়াও আরও একাধিক বিষয়ে ফের আরও একবার রাজ্যের শাসন ব্যবস্থার দিকে আঙুল তুললেন ৷