Dilip Ghosh: 'ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই', নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের - Dilip Ghosh criticizes CM Mamata Banerjee
মালদা টাউন স্টেশনে এলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সাংবাদিকদের তিনি জানালেন, এবার মালদার গ্রামেগঞ্জে বেশ কিছু পুজোর উদ্বোধন করতেই আজ এখানে এসেছেন ৷ বড় বড় নেতা, সেলিব্রিটিরা শহরের পুজো উদ্বোধনেই যান ৷ তাঁর ইচ্ছা, এবার মালদার গ্রামের কিছু পুজোয় থাকবেন ৷ দলের এখানকার নেতারাও তাঁকে পুজোয় আসতে বলেছিলেন ৷ তাই এসেছি ৷ মহাপঞ্চমীর সকালে মালদায় পা রেখে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি । দিলীপের মনে হয় মমতা পুজো উদ্বোধন করতে করতে ক্লান্ত ৷ প্রশাসন কী চালাবেন ! ভুলভাল চণ্ডীপাঠ করছেন ৷ তার জন্যই দুটো জেলায় বৃষ্টি হয়নি ৷ জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকশি সম্প্রতি রতুয়ার শ্রীপুরে প্রকাশ্য সভায় বলেছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-কংগ্রেস-বিজেপিকে বুথ ছাড়া করবে তৃণমূল কংগ্রেস (Dilip Ghosh criticises CM Mamata Banerjee in Malda Durga Puja) ৷ এ প্রসঙ্গে আক্রমণ শানান দিলীপ