Dilip on SSC and Coal Smuggling: কেউ ছাড় পাবে না, কয়লাপাচারকাণ্ডে মলয়কে ইডির তলবে তৃণমূলকে নিশানা দিলীপের - Dilip on SSC and Coal Smuggling
এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) এবং কয়লাপাচার নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises TMC Leaders Over SSC Recruitment and Coal Smuggling) ৷ বিশেষত, মন্ত্রী মলয় ঘটককে কয়লাপাচারকাণ্ডে শুক্রবার দিল্লিতে তলব করেছে ইডি ৷ এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘রাষ্ট্রীয় সম্পত্তি চুরি করা হয়েছে ৷ এ নিয়ে ইসিএল এর একাধিক আধিকারিককে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্তে নেমে যদি কারও নাম উঠে এসে থাকে, তাহলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবেই ৷’’ পাশাপাশি, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তেহট্টের বিধায়ক তাপস সাহাকে তলব করেছে পুলিশ ৷ যা নিয়ে বলতে গিয়ে এসএসসি দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ ৷ প্রশ্ন তোলেন, ‘‘কীভাবে নিজের লেটার হেডে একজনের চাকরির সুপারিশ করা হয় ? যাঁদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁরা কি পরীক্ষায় দিয়েছিলেন ? আর দিলেও, তিনি কেমন ফল করেছিলেন ? এই সব বিষয় খতিয়ে দেখতে হবে ৷’’ তাঁর আরও অভিযোগ, এই নিয়োগ দুর্নীতিতে আরও অনেকে জড়িত রয়েছে ৷ তাঁদের সবাইকেই গোয়েন্দারা ডাকবেন বলে মনে করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷