Dilip on Law and Order : ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় শহরের নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন দিলীপের - Questions Over Civil Protection in Kolkata
ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় কলকাতার নাগরিক সুরক্ষা (Questions Over Civil Protection in Kolkata) নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises Government Over Bhawanipore Double Murder Case) ৷ সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন থাকার বিষয় তুলে শাসকদলকে বিঁধলেন তিনি ৷ কটাক্ষের সুরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "ভবানীপুরে ভাইপোর বাড়ির কাছে এই ঘটনা ঘটেছে ৷ আর তাঁর বাড়ির সামনে প্রায় একশো পুলিশ এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পঞ্চাশ পুলিশ মোতায়েন থাকে ৷ তা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটল ?"৷ এ প্রসঙ্গে রাজ্যে বিজেপি নেতা-কর্মীদের হত্যার প্রসঙ্গও টেনে আনেন দিলীপ ঘোষ ৷ অভিযোগ করেন, এতদিন বিজেপির লোকজনদের মারা হত ৷ এখন নাগরিকদের মারা হচ্ছে ৷ ডায়মন্ড হারবারে পেট্রল পাম্পে পুলিশ আধিকারিকের দেহ উদ্ধারের ঘটনা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনকে নিশানা করেন দিলীপ ৷