পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dilip Ghosh : 'সিকিমের দেখে বাংলার শেখা উচিত', বিশ্ব পরিবেশ দিবসে পরামর্শ দিলীপের - Dilip Ghosh

By

Published : Jun 5, 2022, 3:24 PM IST

সিকিম প্লাস্টিক বর্জন করেছে ৷ সিকিমের কাছ থেকে আমাদের শেখা উচিত আগামিদিনে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাঁরা যাতে সুস্থভাবে থাকতে পারে সেই জন্য অনুকূল প্রকৃতি এবং পরিবেশ তৈরি করার দরকার আছে (Dilip Ghosh slams Bengal Govt)। দু'দিনের সিকিম সফরের আগে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷ রাজ্য সরকার স্টেডিয়াম তৈরি করার জন্য 30 একর জমি দেওয়া প্রসঙ্গে তিনি জানান, একাধিক জায়গায় জমি দেওয়া হয়েছে ৷ সেখানে পিলার এবং পাথর পোতা হয়েছে কিন্তু কাজের জন্য একটাও ইট পোতা হয়নি ৷ খড়্গপুরে একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে, কবে শেষ হবে সেটা কেউ জানে না ৷

ABOUT THE AUTHOR

...view details