পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Diesel price hike : সেঞ্চুরি পার ডিজেলের - Diesel price hike

By

Published : Oct 23, 2021, 11:11 PM IST

রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পুরুলিয়াতেও লাগামহীনভাবে বেড়ে চলেছে ডিজেল-পেট্রলের দাম। গতকালই পুরুলিয়া ঝালদা, বলরামপুর সহ বেশ কয়েকটি ব্লকে সেঞ্চুরি পার করেছিল ডিজেলের দাম। আজও পুরুলিয়া শহরে চলল সেঞ্চুরি পার করা ডিজেলের দাপুটে ব্য়াটিং। বর্তমানে পুরুলিয়া শহরে ডিজেলের দাম 36 পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি 100 টাকা 02 পয়সা এবং পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি 108 টাকা 77 পয়সা। দার্জিলিং জেলায়ও ডিজেলের দাম ছাড়িয়েছে একশো টাকা ৷ দিন দিন পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হওয়ায় নাজেহাল সাধারণ মানুষ।

ABOUT THE AUTHOR

...view details