ডাস্টবিন থাকা সত্ত্বেও যত্রতত্র পড়ে আবর্জনা, প্রাণ ওষ্ঠাগত পথচারীদের - Despite having a dustbin people throw garbage
দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জ়োনে 2 নম্বর হেলথ সেন্টার রোডে আবর্জনা ফেলার জন্য রয়েছে ডাস্টবিন । কিন্তু তা সত্ত্বেও এলাকার বাসিন্দারা আর্বজনা ফেলছেন যত্রতত্র ৷ ফলে দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত পথচারীদের ৷ দুর্গাপুর থেকে @ জনতায় সেই সমস্যার কথা তুলে ধরলেন ইটিভি ভারতের প্রতিনিধি সৌমেন বন্দোপাধ্যায় ।