পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"বেটি বাঁচাও বেটি পড়াও" প্রকল্প নিয়ে কেন্দ্রের সমালোচনা ডেরেক ও ব্রায়েনের - বাজেট 2020

By

Published : Feb 1, 2020, 10:40 PM IST

কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন । " বলেন , " কেন্দ্রীয় সরকার দেশে এই প্রকল্পে মোট 644 কোটি টাকা খরচ করেছে । তার মধ্যে 56 শতাংশই বিজ্ঞাপনে । আর বাংলায় কন্যাশ্রী প্রকল্পে 7000 কোটি টাকা খরচ হয়েছে এবং 60 লাখ মেয়ে উপকৃত হয়েছে ।" এছাড়া তিনি অর্থনীতি, আয়কর ইত্যাদি বিষয় নিয়ে কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেন ।

ABOUT THE AUTHOR

...view details