পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Essem Jute Mill : শ্রমিক বিক্ষোভ চকচকা শিল্পতালুকের এসেম জুটমিলে - Essem Jute Mill

By

Published : Apr 28, 2022, 7:22 PM IST

দু'বছর ধরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না। শ্রমিকদের পিএফ ও গ্র্যাচুইটি বাবদ বকেয়া 1 কোটি 30 লক্ষ টাকা বাকি । এই পরিস্থিতিতে মালিকপক্ষ কারখানা বেঁচে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই অভিযোগে কোচবিহার চকচকা শিল্পতালুকের এসেম জুটমিলে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা (Essem Jute Mill)। বৃহস্পতিবার দুপুরে শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা জুটমিলের সামনে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান। পরে জুটমিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বিক্ষোভ ওঠে। শ্রমিকদের অভিযোগ, মজুরি বৃদ্ধি হচ্ছে না। রাতের অন্ধকারে মালিকপক্ষ কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বাইরে পাচারের চেষ্টা করছে। এটা জানতে পেরেই এদিন বিক্ষোভ দেখানো হয়।

ABOUT THE AUTHOR

...view details