Dinhata TMC Agitation : শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে দিনহাটায় অবরোধ তৃণমূলের - Demanding the Arrest of Suvendu Adhikari TMC Agitation in Dinhata
কোচবিহারে শুভেন্দু অধিকারীর সভার কয়েকঘণ্টা আগে তাঁকে গ্রেফতারের দাবিতে দিনহাটা শহরের বাইপাস মোড়ে পথ অবরোধ শুরু করল তৃণমূলকর্মীরা (Demanding the Arrest of Suvendu Adhikari) । সোমবার সকাল 9টা থেকে অবরোধ শুরু করলে দিনহাটা-কোচবিহার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় । এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । যদিও বিজেপি নেতা অজয় রায়ের অভিযোগ, আজকে কোচবিহারের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মিছিল রয়েছে । সেই মিছিলে যাতে বিজেপির নেতা-কর্মীরা যেতে না পারে সেজন্যই এই অবরোধ করা হয়েছে । যদিও তৃণমূল নেতা বিশু ধর বলেন, "এগুলো ভিত্তিহীন অভিযোগ । সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারী টাকা আত্মসাৎ করেছে । তাই তাকে গ্রেফতারের দাবিতে অবরোধ করেছি ।"