পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দিল্লি হিংসা : তমলুকে মোদি, শাহর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ SUCI-র - তমলুকে কুশপুত্তলিকা দাহ SUCI-র

By

Published : Feb 26, 2020, 7:57 PM IST

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে অশান্তির জেরে গত দু'দিন ধরে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকা । ইতিমধ্যেই উভয়পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে অনেকের । তার প্রতিবাদে তমলুকে বিক্ষোভ দেখাল SUCI । এই ঘটনার জন্য দায়ি করে নরেন্দ্র মোদি ও অমিত শাহর কুশপুতুল দাহ করে তারা । তাদের অভিযোগ, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details