পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Debolina Dutta: মায়ের সঙ্গে শান্তিনিকেতনে ডেটিং দেবলীনার, মেতে উঠলেন সাঁওতালি নৃত্যে - দেবলীনা দত্ত

By

Published : Jul 29, 2022, 8:47 AM IST

11 অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ভটভটি' । ছবিতে অভিনয়ের পাশাপাশি পোশাকের দিকটিও সামলেছেন তথাগত ঘরণী দেবলীনা দত্ত (Debolina Dutta Dating with Mother)। ছবির প্রচার নিয়ে এখন সাংঘাতিক ব্যস্ত দু'জনেই । শত ব্যস্ততার মাঝেই মাকে নিয়ে শান্তিনিকেতন গেলেন অভিনেত্রী ৷ লাল মাটির পথে ঘুরে ঘুরে ফাঁকি দিলেন রোজকার ব্যস্ততাকে ৷ মাকে সঙ্গে নিয়ে ঘুরলেন এদিক সেদিক । মেতে উঠলেন সাঁওতালি নৃত্যে ৷ দেবলীনার মাও এদিন নাচলেন সাঁওতালি গানের তালে তালে । মা-মেয়ের সেই আনন্দঘন মুহূর্ত দেখুন এই ভিডিয়োতে ।

ABOUT THE AUTHOR

...view details