পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

HS Result 2022 : চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার নয়, সিভিল সার্ভিসে যেতে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ মালদার দেবাদিত্য

By

Published : Jun 11, 2022, 8:18 AM IST

Updated : Jun 11, 2022, 11:41 AM IST

চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছের ভিড়ে একটু অন্য চিন্তাভাবনা রাখে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান পাওয়া মালদা ইংরেজবাজারের নঘরিয়া হাইস্কুলের দেবাদিত্য গোস্বামী (Debaditya Goswami from Malda ranks 6th in WB HS Examination 2022 )। চিকিৎসক, ইঞ্জিনিয়ার কিংবা অধ্যাপক নয়, বড় হয়ে সে প্রশাসনিক কর্তা হওয়ার স্বপ্ন দেখে । দেবাদিত্যের এই ইচ্ছাকে সম্মান জানাচ্ছেন তার স্কুলের শিক্ষকরাও । উচ্চমাধ্যমিকে 493 নম্বর পেয়ে জেলায় শীর্ষস্থানে রয়েছে দেবাদিত্য ৷
Last Updated : Jun 11, 2022, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details