পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

EB Barpujo : আসুক পছন্দের ইনভেস্টর, ইস্টবেঙ্গল ফিরুক স্বমহিমায় ; নববর্ষের সকালে বার্তা শীর্ষকর্তার - Debabrata Sarkar gives messages to the East Bengal supporters on bengali new year day

By

Published : Apr 15, 2022, 2:18 PM IST

ভাইরাসের নাগপাশ কাটিয়ে দু'বছর পর ময়দানে ফিরল বারপুজোর চেনা ছবিটা ৷ বিগত বছরগুলোর হতাশা কাটিয়ে ফের স্বমহিমায় ফিরুক লাল-হলুদ ৷ বারপুজোর মঞ্চ থেকে আশাবাদী শীর্ষকর্তারাও ৷ দেবব্রত সরকার জানালেন, ইনভেস্টর এমন আসুক যারা ফুটবলের পাশাপাশি আমাদের দাবিদাওয়াও বুঝবে ৷ দু'য়ে মিলেই শতাব্দীপ্রাচীন ক্লাবকে ফের এশিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি (Debabrata Sarkar gives messages to the East Bengal supporters on bengali new year day) ৷ শুক্রবার সকাল 7টা 50 মিনিটে বারপুজো শুরু হয় ইস্টবেঙ্গল ক্লাবে ৷ উপস্থিত ছিলেন ক্লাবের জুনিয়র ফুটবলার থেকে প্রথমসারির কর্তারা ৷ এসেছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মিহির বসু, শঙ্করলাল চক্রবর্তী, তুষার রক্ষিত, গোপাল দাস, বিকাশ পাঁজির মতো প্রাক্তন ফুটবলাররা।

For All Latest Updates

TAGGED:

EB Barpujo

ABOUT THE AUTHOR

...view details