পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dead Body Recover: খাদানের জলাশয় থেকে মহিলার মৃতদেহ উদ্ধার - Dead Body Recover

By

Published : Jul 27, 2022, 8:06 PM IST

মঙ্গলবার সকালে পাথর খাদানে সৃষ্ট হওয়া জলাশয় থেকে উদ্ধার হয়েছে বোলেরো সমেত এক গাড়ি চালকের দেহ । 24 ঘন্টা পেরোতে না পেরোতেই ফের আরেক মহিলার দেহ উদ্ধারের ঘটনা (Dead Body Recover) । মহিলার পরিচয় পাওয়া যায়নি । মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা প্রথমে রামনগর খনির জলাশয়ে কিছু একটা ভাসতে দেখেন ৷ খবর দেওয়া হয় কুলটি থানায় । পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দেহটি জলাশয় থেকে তুলে আনতে সক্ষম হয় । কিন্তু স্থানীয়রা কেউ চিনতে পারেননি মহিলাকে । পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । বিষয়টি খুন, নাকি দুর্ঘটনা, না আত্মহত্যা, সে বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details