Dance Dance Junior Season 3: আসছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3' - Dance Dance Junior Season 3 Stars Share Their Thoughts
শুরু হতে চলেছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3'। আনুষ্ঠানিক ঘোষণা পর্বে হাজির সঞ্চালক থেকে ক্যাপ্টেন এবং বিচারকমণ্ডলী। সঞ্চালনায় উদিতা এবং লাড্ডু, বিচারকের আসনে মনামী ঘোষ, দেব এবং রুক্মিণী মৈত্র। ক্যাপ্টেনের ভূমিকায় তৃণা সাহা, দীপান্বিতা রক্ষিত, অভিষেক বসু। মজার এক ভূমিকায় থাকছেন রোহন ভট্টাচার্য। পরিচালনায় শুভঙ্কর চট্টোপাধ্যায়। ৬ অগস্ট থেকে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ন'টায় (Dance Dance Junior Season 3 Stars Share Their Thoughts )৷