Dadagiri season 9 Grand finale: দাদার মন খারাপ, কেন জানেন ? - Dadagiri Season 9 Finale Is Coming Soon
শেষ হতে চলেছে 'দাদাগিরি সিজন 9' (Dadagiri Season 9 Finale Is Coming Soon)। আর তাই মন খারাপ সকলের 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের । টানা 6 মাস ধরে নানা জেলার, নানা পেশার মানুষ এমনকী গ্ল্যামার দুনিয়ার মানুষদেরকে প্রশ্ন করার দায়িত্ব ছিল দাদার উপর । এই দায়িত্বে থাকার দরুণ অনেক কথা বলতে হয় দাদাকে । যা দাদার স্বভাববিরুদ্ধ । তাও কেন দাদার মন খারাপ ? জানালেন মহারাজ স্বয়ং ।