পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Uttarkashi Car Accident : সিলিন্ডার বিস্ফোরণ থেকেই মর্মান্তিক পরিণতি, সামনে এল উত্তরকাশীতে বাঙালি পর্যটকদের গাড়ি দুর্ঘটনার কারণ - Cylinder explosion was behind the reason in Uttarkashi car accident

By

Published : May 25, 2022, 11:06 PM IST

ওড়িশার দারিংবাড়ির পর এবার উত্তরকাশী। ট্রেকিংয়ের নেশা প্রাণ কাড়ল এরাজ্যের 5 বাঙালি পর্যটকের ৷ এঁদের মধ্যে নরেন্দ্রপুরের একই পরিবারের তিন জন ৷ স্থানীয় সূত্রে খবর, সোমবার মদনমোহন ভুইয়াঁ স্ত্রী ঝুমুর ও ছেলে নীলেশকে সঙ্গে নিয়ে কেদারতাল ট্রেকিংয়ের উদ্দেশে রওনা হয়েছিলন ৷ নৈহাটির এক ট্রেকিং ক্লাবের সহায়তায় সমস্ত ব্যবস্থা করেছিল পরিবার ৷ মৃত বাকি দুই পর্যটকের বাড়ি উত্তর 24 পরগনার নৈহাটিতেই। এদিন উত্তরকাশীর পথ ধরে গাড়িতে কেদারতালের দিকেই যাচ্ছিলেন পাঁচ বাঙালি অভিযাত্রী ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, গঙ্গোত্রী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি ৷ কিন্তু পরবর্তীতে জানা যায়, প্রথমে বাঙালি অভিযাত্রীদের গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে প্রথমে বিস্ফোরণ ঘটে (Cylinder explosion was behind the reason in Uttarkashi car accident) । দাউ-দাউ করে জ্বলতে থাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় সকলের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details