জল বাঁচাতে বার্তা, সাইকেল ব়্যালির উদ্বোধনে প্রিয়াঙ্কা - Baghajatin tarun sangha
দেশের বিভিন্ন প্রান্তে পানীয় জলের সংকট দেখা দিয়েছে ৷ যার অন্যতম কারণ, জলের অপব্যবহার । জল বাঁচানোর সচেতনতা গড়তে উদ্যোগ নিল দক্ষিণ কলকাতার বাঘাযতীন তরুণ সংঘ । আজ বাঘাযতীন তরুণ সংঘের পুজোর মাঠে আয়োজন করা হয় একটি সাইকেল ব়্যালির । জাতীয় ও আন্তর্জাতিক সাইক্লিস্টরা অংশ নেন সেখানে । জল বাঁচাও সচেতনতা গড়ে তোলার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ।