Cyber Crime: কল সেন্টার থেকে রাজ্যজুড়ে সাইবার প্রতারণার ফাঁদ - Cyber Crime In Bankura
কিছুদিন আগে বাঁকুড়ার জয়পুর থানার বংশী চন্ডীপুরের জনৈক রাহুল বটব্যালকে মোবাইল টাওয়ার বসানোর প্রলোভন দেখিয়ে, তাঁরকাছ থেকে বিভিন্ন ধাপে মোট 15 লাখ টাকা হাতিয়ে নেয় কয়েকজন প্রতারক (Cyber Crime)। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি জয়পুর থানাতে একটি অভিযোগ দায়ের করেন । প্রথমে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করার পর ওদের সাতদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় । রিমান্ডে থাকার সময় তাদের বয়ান অনুসারে বুধবার রাতে নিউটাউন ও ইকোপার্ক থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শীর্ষেন্দু দে, বিবেকানন্দ মণ্ডল ও অভিজিৎ সরকারকে । ওদের কাছ থেকে 14টি মোবাইল ফোন, প্রচুর নথি, ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে । বৃহস্পতিবার ওই তিনজনকে পুলিশ রিমান্ডের আবেদন-সহ বিষ্ণুপুর আদালতে পাঠানো হয়েছে । এইচক্র শুধুমাত্র যে বাঁকুড়ায় নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষকে ঠকিয়ে লক্ষাধিক টাকার জালিয়াতি করেছে বলে অভিযোগ, ঠিক কত টাকা মোট জালিয়াতির সঙ্গে যুক্ত এই চক্র তা খতিয়ে দেখছে পুলিশ ।