ATM Problem : মেশিনে আটকে কার্ড, এটিএমে তালা ক্ষুব্ধ গ্রাহকের - এটিএম মেশিনে কার্ড আটকে যাওয়ায় তালা দিলেন ক্ষুব্ধ ব্যক্তি
এটিএমে আটকে কার্ড (ATM Problem), তার জেরে শাটার নামিয়ে এটিএমে তালা দিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহক (Customer Locked the ATM as the Card Got Stuck in the Machine) ৷ রবিবার বিকেলে কোচবিহারের (Cooch Behar News) মাথাভাঙা শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গ্রাহকের নাম চিন্ময় চক্রবর্তী । তাঁর অভিযোগ, মাথাভাঙার একটি রাষ্ট্রীয় ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গেলে কার্ড ওই মেশিনে আটকে যায় । প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পরও মেশিন থেকে এটিএম কার্ড না বেরোনোয় তিনি প্রথমে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের খবর দেন ৷ উক্ত ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করেও সমাধান না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এটিএমের শাটার নামিয়ে দেন ৷ শাটারের উপরে নিজের নাম ও ফোন নম্বরও দিয়ে দেন যোগাযোগের জন্য ৷