পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Cubs of Tigress Shila: বেঙ্গল সাফারি পার্কের শিলার শাবকদের নামকরণ - বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শিলা ও বিভান দম্পতি প্রায় ছয় মাসে পাঁচ শাবকের জন্ম দেয়

By

Published : Jul 7, 2022, 8:55 PM IST

অবশেষে নামকরণ করা হল শিলা ও বিভানের শাবকদের (Cubs of Tigress Shila in Bengal Safari Park) ৷ বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শিলা ও বিভান দম্পতি প্রায় ছয় মাসে পাঁচ শাবকের জন্ম দেয়। কিন্তু এক মাসের মাথায় সবথেকে ছোটটি দূর্বলতাজনিত কারণে মারা যায়। তবে বাকি চার শাবক মায়ের স্নেহে ও পার্ক কর্তৃপক্ষর শুশ্রূষায় বেড়ে উঠছে। ওই শাবকগুলির মধ্যে দুটো ছেলে ও দুটো মেয়ে। তাদের নাম রাখা হয়েছে শেরা, শিবা, তেজল ও তারা। তবে তাদের এখনই সাফারিতে ছাড়া হচ্ছে না। মায়ের সঙ্গেই এনক্লোজারে রাখা হয়েছে। একটু জলে শাবকরা মন দিয়ে খেলায় মেতে উঠেছে ৷ সাফারি পার্কের অধিকর্তা দাওয়া শেরপা বলেন, "পার্ক কর্তৃপক্ষই নাম রেখেছে শাবকদের। তারা সকলেই সুস্থ রয়েছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details