চেন্নাইয়ে বিরাটের ব্যবহারে মুগ্ধ নেটিজেনরা - ইংলিশ অধিনায়ক জো রুট
কথায় বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা ৷ ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ের প্রথম ম্য়াচেই সেকথা ফের প্রমাণ পাওয়া গেল ৷ চেন্নাইয়ে প্রায় দু’ দিন ধরে ব্যাটিং করলেন ইংলিশ অধিনায়ক জো রুট ৷ এক সময় ব্যাট করতে করতে পায়ে ক্র্যাম্প ধরে রুটের ৷ যন্ত্রণায় কাতর রুট মাটিতে শুয়ে পড়েন ৷ সেই সময় তাঁর কাছে এগিয়ে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ রুটের পা ধরে স্ট্রেচ করালেন তিনি ৷ বিরাটের এই আচরণে মুগ্ধ নেটিজেনরা ৷